প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল নোয়াখালীর ১শত ২০ পরিবার

- আপডেট সময় : ০৯:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ৮৪২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর দেওয়া নদীভাঙ্গা ও আশ্রয়হীনদের জন্য নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে ১২০টি পরিবরেকে ঘর প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে পূর্বচর ক্লার্ক ইউনিয়নের ইদ্রিস মিয়া বাজারে সেনাবাহিনী কর্তৃক নির্মিত ২৪ টি ব্যারাকে ১২০ জন নদীভাঙ্গা, আশ্রয়হীন ও ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী এই ঘরগুলো বিতরণ করা হয়।
এ সময় পরিবার গুলোর মাঝে ঘরের চাবি তুলে দিয়ে ঘর বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন, নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। ঘর বিতরণ শেষে প্রত্যেকটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে আমরা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিশেষ করে যারা নদীভাঙ্গা আশ্রয়হীন ও ভূমিহীন এই ধরনের মানুষদের মাঝে ২৪ টি ব্যারাকে ১২০ জন পরিবারের মাঝে এ ঘর বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান করি।