সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ বেগমগঞ্জে গ্রেপ্তার মাদক কারবারি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ১০০২৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইউছুফ গোবি (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ইউছুফকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউছুফ কাদিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে ৯নং ওয়ার্ডের আবুল হোসেনের ঘর থেকে তাঁর ছেলে ইউছুফকে গ্রেপ্তার করা হয়। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় ১টি মামলা আদালতে বিচারধীন আছে বলেও জানান ওসি।