নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী কবিরহাটে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ পরিচালনার নিমিত্ত উপজেলা স্থায়ী শুমারী জরিপ কমিটির অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিশকাতুল তামান্না’র সভাপতিত্বে সোমবার (২৩ মে) দুপুর ১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
কবিরহাট উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে জনশুমারি ও গৃহ গণনা-২০২২ উপজেলা স্থায়ী শুমারি/ জরিফ কমিটির অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল আমিন’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও , সুশিল সমাজের নেতৃবৃন্দ।
উক্ত অবহিত করণ সভায় বক্তারা আগামী ১৫ জুন থেকে বাড়ি বাড়ি গিয়ে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রমের বাস্তবায়নের লক্ষে সকলকে সহযোগিতা করার আহবান জানান।