মানবিক তারুণ্যের ৮ম যুব সম্মেলন ও এ্যাওয়ার্ড বিতরণ

- আপডেট সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
ভ্রাতৃত্বের বন্ধনে, মানবতার কল্যাণে” এই স্লোগান নিয়ে ২০১৭ সাল থেকে পথচলা শুরু করে মানবিক তারুণ্য নামে একটি সামাজিক সংগঠন।
আরো পড়ুন: সম্পত্তির বিরোধ নিয়ে থানায় অভিযোগ, পুলিশের তদন্তকালে বাদীর উপর হামলা, আহত ৪
“মানবতা, মনুষ্যত্ব ভাইরাস হয়ে সংক্রমিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২ মার্চ) বিকেল ৪ ঘটিকার সময় নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৮ম যুব সম্মেলন ও এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আরো পড়ুন: হাসনাত-সারজিস ছাত্রলীগ থেকে গিয়ে নতুন দলে এসেছে: ইসমাইল সম্রাট
আশ্রাফ তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মেজবাহ উদ্দিন, কবিরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হায়দার চৌধুরী, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বিএসসি বাবুল প্রমুখ।
আরো পড়ুন: কবিরহাটের একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে হামলার অভিযোগ, পুলিশসহ আহত ৭
সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক গুলো সামাজিক কাজ করে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। মানবিক তারুণ্য বর্তমানে তরুণদের মানবিক এবং সভ্য মানুষ হওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষে কাজ করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি কোচিং ক্লাস, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে কুইজ, বৃত্তি পরীক্ষা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা, দুর্যোগকালীন সময়ে খাদ্য ও চিকিৎসা সেবা প্রধান, ফ্রি মেডিকেল চেকআপ ও ওষুধ সরবরাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ব্লাড গ্রুপ নির্ণয়, অনাথ শিশু ও বৃদ্ধাশ্রমে সহায়তা দেওয়া ও তাদের জন্য মাসিক ফান্ড গঠন বা বিশেষ উপহার বিতরণ, শহর ও গ্রামে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিকমুক্ত এলাকা গঠনে সচেতনতামূলক কাজ করা, সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি কিশোর গ্যাং, যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্তি, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি।
আরো পড়ুন: সুধারামে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মীদের বিরুদ্ধে
সংগঠনের সদস্যরা জানান, দৃঢ় বিশ্বাসের সাথে শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বলতে পারি চলমান শিক্ষা ব্যবস্থা একটা তরুণকে অর্থনৈতিক নিশ্চয়তা দিতে ব্যর্থ। সাংগঠনিক দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশে ৫৩ টি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রসহ অনাবাসিক প্রক্রিয়ায় ১২টির বেশি আলাদা প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান, সনদ প্রদান, প্রশিক্ষণ ভেদে ঋণ প্রদানসহ নানাবিদ কর্মকান্ড পরিচালনা করে থাকেন। আজকের সম্মেলনে উপস্থিত যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে যুব উন্নয়নমূলক এই ধরনের প্রশিক্ষণ প্রকল্প যথাযথ বাস্তবায়ন, যুগোপযোগী প্রশিক্ষণ প্রকল্প বৃদ্ধি এবং প্রচার প্রচারণার মাধ্যমে তরুণদের আরও আকৃষ্ট করার লক্ষে কাজ করার জন্য কাজ করাটাই হলো আমাদের মূল লক্ষ।