সম্পত্তির বিরোধ নিয়ে থানায় অভিযোগ, পুলিশের তদন্তকালে বাদীর উপর হামলা, আহত ৪

- আপডেট সময় : ০৭:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে ৬০ বছরের পুরনো পৈত্তিক সম্পত্তির নিয়ে বিরোধের জেরধরে থানায় দায়ের করা অভিযোগের তদন্তকালে পুলিশের উপস্থিতিতে বাদী পক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আবুল হাশেম ও আব্দুল হালিম গংদের বিরুদ্ধে।
আরো পড়ুন: হাসনাত-সারজিস ছাত্রলীগ থেকে গিয়ে নতুন দলে এসেছে: ইসমাইল সম্রাট
মঙ্গলবার (১এপ্রিল) বেলা ১১ ঘটিকার সময় উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জগদানন্দ গ্রামের কাশেম মৌলভীর দোকান সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলায় বাদী পক্ষের ৪জন আহত হয়। আহতরা বর্তমানে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আরো পড়ুন: কবিরহাটের একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনে হামলার অভিযোগ, পুলিশসহ আহত ৭
এ হামলার ঘটনায় পুনরায় ১৫ জনের নাম উল্লেখ করে ও আরো ৮/১০ জন অজ্ঞাত নামা ব্যাক্তিকে আসামী করে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেছে হামলায় গুরতর আহত আবুল খায়ের।
আরো পড়ুন: সুধারামে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মীদের বিরুদ্ধে
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানান যায়, আসামীরা লাঠিয়াল বাহিনী এবং জোর জুলুম বাজ লোক হয়। আমার মালিকীয়ও ফসলীয় নাল জায়গা ৪নং বিবাদী গংগণ জোর জবর দখল করে কয়েক বছর যাবৎ ধান চাষ করে আসছে। তখন আমি বিবাদীগণদেরকে বারবার বলার পরও আমার জায়গা ছেড়ে না দেওয়া আমি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরার্মশ প্রদান করে। তখন আমি বাদী হইয়া গত ৩০মার্চ আসামীদের বিরুদ্ধে ও আমার জমির বিরোধকৃত ধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগের ভিত্তিতে অদ্য ০১এপ্রিল কবিরহাট থানার পুলিশ ফোর্স ঘটনাটি তদন্ত করিতে গেলে থানা পুলিশের উপস্থিতিতে সকল বিবাদী পূর্ব পরিকল্পনা করে অতর্কিত ভাবে দারালো দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার ও আমার ছেলের উপর হামলা করে। বিবাদীদের হাতে থাকা লোহার রড়, জিয়ায় ফাইপ, দা, চেনি ও লাঠি সোঠা দিয়ে এলোপাতারি মারধর করো আমাদের সমস্ত শরীর নিলা, ফুলা জখম করে বিবাদীগণ আমাকেও আমার ছেলেকে প্রাণে হত্যার চেষ্টা করে। আমাদের শোর-চিৎকারে স্থানীয়রা আগাই আসলে আসামীরা তাদেরকেও এলোপাতারি মারধর করে। বর্তানে তারা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আরো পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির
এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বাদী পক্ষের অভিযোগের তদন্তকালে বিবাদী পক্ষের লোকজন বাকবিতন্ডে জড়িয়ে পড়লে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছে।