উত্তম সাহা, হাতিয়া:
সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় উপজেলা বাংলাদেশ যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বিকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুবলীগের হাতিয়া উপজেলা শাখার আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, যুগ্ন আহবায়ক নুরুল আফছার রাহাদ, জাহেদ হাসান , সদস্য সচিব আব্দুল শহিদ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক মোঃ ইউনুছ, সাবেক ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম রাজু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে শপথ নিতে হবে আগামী দিনে বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনো লাভ হবে না। বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রতিটি নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দিবে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যুবলীগের ১১ টি ইউনিয়নের প্রায় পাঁচ শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।