সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার বিতরণ

- আপডেট সময় : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে গতকাল শনিবার সকালে সোনাইমুড়ীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে এম এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৪ এর পুরষ্কার বিতরণ ও প্রবীণ নাগরিকদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতারের সভাপতিত্বে ফাউন্ডেশনের অর্থ উপদেষ্টা মহসিন উদ্দিন আসিক এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। প্রধান বক্তা ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ.কে. এম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মাওলা, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ৯২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ এবং প্রবীনদের সন্মাননা প্রদান করা হয়েছে।