ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন ধ্বংস করে দিয়েছে, নোয়াখালীতে ইসমাইল সম্রাট

- আপডেট সময় : ০৯:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাট বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে নিজেদের মতো সংসদ করে শিক্ষাঙ্গণে নৈরাজ্য তৈরী করেছিল। এতে ছাত্র সংসদ নির্বাচন ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে এদেশের জনগণের মতো শিক্ষার্থীদেরও ভোটাধিকার হরণ হয়েছিল। শিক্ষাঙ্গণে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের অধিনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গণে সঠিক নেতৃত্ব নির্বাচন করা হবে।
আজ সকালে নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
এ সময় অন্যান্যের মধ্যে সোনপুর কলেজ পরিচালনা কমিটির সদস্য মো.মনজুরুল করিম, সোনাপুর কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হুসাইন, উপাধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া, নোয়াখালী চেম্বার অফ কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সহিদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো.ফয়সল এলাহী প্রমূখ উপস্থিত ছিলেন।
সোনাপুর কলেজ আয়োজিত বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।