সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে ১ যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ

- আপডেট সময় : ০১:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরধরে ১ যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।।১৮ মার্চ রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজারের দক্ষিনে নুর আলমের বাড়ীর দরজায় প্রধান সড়কের ওপর এ ঘটনাটি ঘটে।
আরো পড়ুন…..নবগ্রামে আছিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ভুক্তভোগী চরক্লার্ক গ্রামের হাজী আব্দুর রশিদের পুত্র মোহাম্মদ রাশেদ (৩৫) বলেন, পাওনা টাকা আদায় করে জনতা বাজার থেকে রাত সাড়ে ১২টার সময় তিনি বাংলা বাজারের উদ্দ্যশে হোন্ডা যোগে রাওয়ানা করেন। পূূবপরিকল্পনা অনুযায়ী আগ থেকেই দূর্বিত্তরা তার অপেক্ষায় ওঁত পেতে থাকে। জনতা বাজারের দক্ষিনে নুর আলমের বাড়ীর সামলে পৌঁছালে মুখোশ ধারী ৩ জন যুবক হঠাৎ করে পাশ থেকে তাকে কোপাতে থাকে এবং দুইটি কোপ দুই হাতের বাহুতে লাগে। তখন তিনি জীবন বাঁচাতে চিৎকার করে হোন্ডা জোরে চালিয়ে বাংলা বাজার আসলে তার আত্বীয় স্বজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ঠ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরো পড়ুন…..বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
তিনি আরো বলেন, মাটি ক্রয় বিক্রয় নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু লোক তার কাছে চাঁদাদাবী করে আসছে। সে শত্রুতার জেরে তারাই এ ঘটনা করতে পারে বলে তিনি অভিযোগ করেন।
আরো পড়ুন…..কুরআনের হাফেজদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
ঘটনার ২ দিন পূূর্বে চাঁদা দাবীকারি একাধিক ব্যক্তিকে আসামী করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ করেন এবং কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। তারই সূত্র ধরে ঐসকল ব্যক্তি তাকে হত্যার উদ্দ্যেশে এ হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। চিকিৎসা শেষে হামলার ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।
আরো পড়ুন: শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনার আগে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন, তবে হামলার ঘটনায় এখনো অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।