সুবর্ণচরে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মালবাহী হ্যান্ড ট্রাক্টর চাপায় মো. শাকিল আহমেদ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির ব্যবহৃত বাই-সাকেইলটি ধুমড়েমুছড়ে গিয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সেন্টার বাজার দক্ষিণ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে শাকিল একটি বাই-সাইকেল চালাচ্ছিল। সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি হ্যান্ড ট্রাক্টর তার সাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে সড়কের পাশেই ছিটকে পড়ে সাইকেলটি ধুমড়েমুছড়ে গিয়ে শাকিল ঘটনাস্থলে নিহত হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০