সোনাইমুড়ীতে পুলিশের এক এসআই প্রত্যাহার

Avatar
newsdesk2
আপডেটঃ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ
বিভিন্ন অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) ফারুক হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। 
সোমবার রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়।
জানা গেছে, সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন প্রবাসীদের বাড়ীতে গভীর রাতে হানা দিয়ে ঘর তল্লাসির নামে ঘরে ইয়াবা রেখে মাদক ব্যবসায়ী বলে টাকা আদায়, বিভিন্ন লোকজনকে ধরে  থানায় এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
প্রত্যাহারকৃত এসআই ফারুক হোসেন বলেন, বদলীর আদেশের খবরটি শুনেছি। তবে এ সংক্রান্ত কোন কাগজ আমি পায়নি। তার দাবি, চাষীরহাট ইউনিয়ন এলাকার আওয়ামীলীগ নেতা ঢাকার ব্যবসায়ী জসিম উদ্দিন আরমান বিভিন্ন সময় তার কাছে খুনের মামলা, মারামারিসহ বিভিন্ন মামলার আসামীদের না ধরার জন্য অনৈতিক তদবির করতেন। তিনি তার অনৈতিক তদবির রক্ষা না করায় তার বিরুদ্ধে বিভিন্ন লোক দিয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দাখিল করিয়েছেন।
আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আরমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ফারুক হোসেন একজন ঘুষখোর দুর্নীতিবাজ পুলিশ। তিনি সোনামুড়ী উপজেলার বিভিন্ন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায় করতেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, ফারুক হোসেনের বদলীর আদেশ তিনি হাতে পেয়েছেন। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০