সংবাদ শিরোনাম ::
নোয়াখালী পৌরসভায় ৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ৬৪৫৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভা হলরুমে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।
বাংলাদেশ মিউনিসিপাল ডেভোলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও নোয়াখালী পৌরসভার অর্থায়নে ১৭ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে, সোনাপুর পৌর বাস টার্মিনাল, পৌর কিচেন মার্কেট ও সুপার মার্কেট।
নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে প্রকল্প উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, বিএমডিএফ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।