সংবাদ শিরোনাম ::
মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ৩৫৮২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে লুঙ্গি ও গায়ে কালো জামা ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলা বাজার এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ একরাম উল্যা জানান, বিকেলে বাংলা বাজার এলাকার মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে আমাদের অবগত করে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে শনি-রবিবারের কোন একসময় তার মৃত্যু হয়েছে।