নবগ্রাম চিরিংগা বাজার পরিচালনা কমিটির নির্বাচিত সদস্যদের সংবর্ধনা

- আপডেট সময় : ১০:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ৪৮৯৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
দীর্ঘ ২১ বছর পর ২০২১ সালে এসে গত ২৮ জানুয়ারী অনুষ্ঠিত কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিংগা বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনার মধ্য দিয়ে বরণ করা হয়েছে।
রবিবার (০৭ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় স্থানীয় চিরিংগা বাজারে ব্যাবসায়ীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেন নেতার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক জহিরুল হক জহিরের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবিরহাট থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া, ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক, কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি ছালাউদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ কমিটির সকল নেতৃবৃন্দ।