শিরোনাম:
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয় হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল নোয়াখালীর ১৮ শিক্ষার্থী স্যালোয়ারে লুকানো ইয়াবা, গ্রেফতার মাদককারবারি গৃহবধূ প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায়, গ্রেফতার যুবক বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, উদ্ধার ১১, নিখোঁজ-১ নাবিক

অপমানের জবাব দিতে ১০ লাখ টাকা নিয়ে শোরুমে কৃষক

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

সুপারি চাষি তার বন্ধুর সঙ্গে গাড়ি দেখতে এসেছিলেন ভারতের কর্নাটকের একটি মাহিন্দ্রা শোরুমে। সাধারণ বেশভূষা দেখে প্রচণ্ড অপমান করেন বিক্রয়কর্মী। কর্নাটকের মাহিন্দ্রা শো-রুমের এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে, ওই ব্যক্তির নাম কেম্পেগৌড়া । পেশায় সুপারি চাষী ওই ব্যক্তি বন্ধুর সঙ্গে গাড়ি দেখতে এসেছিলেন মাহিন্দ্রা শোরুমে।

কেম্পেগৌড়ার অভিযোগ, সাধারণ বেশভূষা দেখে তীব্র কটাক্ষ করেন সেলসম্যান। সেই সময়ই রেকর্ড হওয়া ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই সেলসম্যানের ব্যবহারে তীব্র ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কেম্পেগৌড়ার অভিযোগ, সেলসম্যান তাঁর পোশাক-পরিচ্ছদ নিয়ে টিপ্পনির সঙ্গে সঙ্গে তার আর্থিক অবস্থা না জেনেও তীব্র কটাক্ষ করেন। কেম্পেগৌড়া এদিন একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ গাড়িটি কেনার জন্য তার বন্ধুকে নিয়ে খোঁজখবর নিতে এসেছিলেন। শোরুমে ঢোকার মুখেই সেলসম্যান তাদের তাচ্ছিল্যের সঙ্গে কিছু অপমানজনক কথা বলে। গাড়ির সম্বন্ধে জানতে চাইলে কটূক্তি ভেসে আসে, পকেটে ১০ টাকা আছে? ১০ টাকার গাড়ি এখানে পাওয়া যায় না।

তিনি সেলসম্যান বলেন, ১০ টাকা নয় ১০ লাখ টাকার গাড়ি কেনার ক্ষমতা আছে তাঁর। একইসঙ্গে সেলসম্যানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে কেম্পেগৌড়া বলেন, তিনি যদি ১০ লাখ টাকা নিয়ে আসেন তাহলে ওই সেলসম্যানকে তৎক্ষণাৎ গাড়িটি ডেলিভারি দিতে হবে। যেমন বলা তেমন কাজ। অপমানের প্রতিশোধ নিতে আধঘণ্টার মধ্যে নগদ ১০ লাখ টাকা নিয়ে ওই শোরুমে আবার আসেন কেম্পেগৌড়া। চ্যালেঞ্জের শর্ত মতো তিনি ১০ লাখ টাকা দিলেও সেলসম্যান তৎণক্ষণাৎ গাড়ি ডেলিভারি দিতে সক্ষম হননি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কেম্পেগৌড়া।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১