ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

নতুন বই না পেয়ে কার্যালয়ের সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম হিসাব রক্ষকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচ অভিযোগ করে বলেন, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্টর পরিচয়ে আব্দুল কাদের রাহীম নামে এক ব্যক্তি বেলা ১১টার দিকে আমার কার্যালয়ে আসেন। এ সময় তিনি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ইংরেজী ভার্সনের পাঠ্যবই চায়। তখন আমি তাকে জানাই ইংরেজী ভার্সনের পাঠ্যবই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দেওয়া হয়না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তালিকা ফরওয়াডিং দিলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পাঠ্যবই বিতরণ করে। তাৎক্ষণিক রাহীম নামে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে আমার টেবিলে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। এরপর তিনি আমার দিকে তেড়ে আসেন। তখন তার হাতের নখের আঁচড়ে আমার হাতের চামড়া ছিঁড়ে যায়। পরে তিনি আমাকে হুমকি দিয়ে চলে যায়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনির হোসাইন অভিযোগ নাকচ দিয়ে বলেন, সহকারী হিসাব কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি। সেখানে স্কুলের ডাইরেক্টর আব্দুর কাদের রাহীমের সাথে সহকারী হিসাব রক্ষকের সাথে বাকবিতন্ডা হয়েছে। অপর এক প্রশের জবাবে তিনি অভিযোগ করে বলেন, জনি আইচ প্রতি বছর বই দিতে আমাদেরকে হয়রানি করে। টাকা ছাড়া কোন কাজ হয়না।

 

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

 

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি এ বিষয়ে খোঁজ খবর নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নতুন বই না পেয়ে কার্যালয়ের সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম হিসাব রক্ষকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচ অভিযোগ করে বলেন, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্টর পরিচয়ে আব্দুল কাদের রাহীম নামে এক ব্যক্তি বেলা ১১টার দিকে আমার কার্যালয়ে আসেন। এ সময় তিনি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ইংরেজী ভার্সনের পাঠ্যবই চায়। তখন আমি তাকে জানাই ইংরেজী ভার্সনের পাঠ্যবই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দেওয়া হয়না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তালিকা ফরওয়াডিং দিলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পাঠ্যবই বিতরণ করে। তাৎক্ষণিক রাহীম নামে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে আমার টেবিলে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। এরপর তিনি আমার দিকে তেড়ে আসেন। তখন তার হাতের নখের আঁচড়ে আমার হাতের চামড়া ছিঁড়ে যায়। পরে তিনি আমাকে হুমকি দিয়ে চলে যায়।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনির হোসাইন অভিযোগ নাকচ দিয়ে বলেন, সহকারী হিসাব কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি। সেখানে স্কুলের ডাইরেক্টর আব্দুর কাদের রাহীমের সাথে সহকারী হিসাব রক্ষকের সাথে বাকবিতন্ডা হয়েছে। অপর এক প্রশের জবাবে তিনি অভিযোগ করে বলেন, জনি আইচ প্রতি বছর বই দিতে আমাদেরকে হয়রানি করে। টাকা ছাড়া কোন কাজ হয়না।

 

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

 

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি এ বিষয়ে খোঁজ খবর নিবেন।