সংবাদ শিরোনাম ::
২৪০টি পরিবারকে ঈদ উপহার দিলেন করমবক্স বাজার যুবসমাজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ৩১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও গরীব, অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন (স্বপ্ন নিয়ে মানবতার কল্যাণে) করমবক্স বাজার যুবসমাজ।২৪০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।
শুক্রবার দিনব্যাপী নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে গিয়ে এ উপহার পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫কেজি চাল, আধা কেজি ডাল, ১লিটার তেল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ২প্যাকেট সেমাই, ১কেজি চিনি, একটি দুধের বক্স।ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ী, লুঙ্গী ও ছোটদের জামা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির এডমিন প্যানেলের, রাসেল নাদের, সোহেল চৌধুরী, তানভির নেওয়াজ, আনোয়ার বাবু, জসিম বাকের, রাজু আহমেদ, হান্নান সোহেল। অন্যতম সদস্য আকবর, শুভ ও রিমেল প্রমুখ।