করোনায় ডিএমপির পরিদর্শকের মৃত্যু
- আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ৩৩৯ বার পড়া হয়েছে
ডেস্কঃ
করোনাভাইরাসে রাজু আহম্মেদ নামের আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি পুলিশের পরিদর্শক। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন তিনি। এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।
রবিবার সকালে সাড়ে দশটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা বলেন, ২ মে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ৪মে রাজুকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।পুলিশের উদ্যেগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে।