ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নায়ক বাপ্পী ক্লান্ত; ছবি তুলে আবেগী স্ট্যাটাস নায়িকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ২২৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেতা বাপ্পীর পরিশ্রম ও নায়িকা জাহারা মিতু দুজনে জুটিবদ্ধ হয়ে ‘জয় বাংলা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। সে ছবির ডাবিং চলছে। ছবির জন্য অভিনেতা বাপ্পী কতটা ত্যাগ করছেন এমনই একটি গল্প তুলে ধরলেন মিতু। গত রবিবার একটি ছবি পোস্ট করেছেন মিতু। যেখানে দেখা যাচ্ছে বাপ্পী ক্লান্ত হয়ে একটি পাতানো সোফায় শুয়ে পড়েছেন। অভিনেতার শোয়ার ভঙ্গিই বলে দিচ্ছে কতটা ক্লান্ত তিনি।

মিতু নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বুস্টার নেওয়ার পর গতকাল ডাবিং, আবার আজকে টানা চার ঘণ্টা ডাবিং, এক পর্যায়ে না পেরে এভাবেই শুয়ে পড়া। অদ্ভুত জীবন কিন্তু একেকজন মানুষের। কতটা কষ্ট একেকটি কাজের পেছনে। ’

বিস্ময় প্রকাশ করে মিতু বলেন, জয় বাংলার সেটে এভাবেই বাপ্পী চৌধুরী কষ্ট করে যাচ্ছে। কাজের প্রতি ওর ডেডিকেশন দেখে আমি অবাক হই। চাইলেই পারত আজকে সব বন্ধ রেখে বিশ্রাম নিতে। কিন্তু কাল থেকে আবার ‘শত্রু’র শ্যুটিং শুরু। ”

সুপারস্টার তৈরি হওয়ার গল্পগুলো নাকি এমনই। মিতু সে কথা উল্লেখ করে বলেন, ‘এ রকম কত গল্প আমাদের ইন্ডাস্ট্রির একেকজন সুপারস্টার তৈরি হওয়ার কারণ। কত অজানা কষ্ট মানুষকে বিনোদন দিতে গিয়ে সহ্য করতে হয়। কাছ থেকে দেখি বলে হয়তো গল্পগুলো জানতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। এখানে নিজের কষ্ট বলে কিছুই নেই, জীবনটাই তো অন্যের নামে। নিজের বলে কী আর থাকে?’

কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’র পরে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই জুটি, ছবির নাম ‘শত্রু’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নায়ক বাপ্পী ক্লান্ত; ছবি তুলে আবেগী স্ট্যাটাস নায়িকার

আপডেট সময় : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

অভিনেতা বাপ্পীর পরিশ্রম ও নায়িকা জাহারা মিতু দুজনে জুটিবদ্ধ হয়ে ‘জয় বাংলা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। সে ছবির ডাবিং চলছে। ছবির জন্য অভিনেতা বাপ্পী কতটা ত্যাগ করছেন এমনই একটি গল্প তুলে ধরলেন মিতু। গত রবিবার একটি ছবি পোস্ট করেছেন মিতু। যেখানে দেখা যাচ্ছে বাপ্পী ক্লান্ত হয়ে একটি পাতানো সোফায় শুয়ে পড়েছেন। অভিনেতার শোয়ার ভঙ্গিই বলে দিচ্ছে কতটা ক্লান্ত তিনি।

মিতু নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বুস্টার নেওয়ার পর গতকাল ডাবিং, আবার আজকে টানা চার ঘণ্টা ডাবিং, এক পর্যায়ে না পেরে এভাবেই শুয়ে পড়া। অদ্ভুত জীবন কিন্তু একেকজন মানুষের। কতটা কষ্ট একেকটি কাজের পেছনে। ’

বিস্ময় প্রকাশ করে মিতু বলেন, জয় বাংলার সেটে এভাবেই বাপ্পী চৌধুরী কষ্ট করে যাচ্ছে। কাজের প্রতি ওর ডেডিকেশন দেখে আমি অবাক হই। চাইলেই পারত আজকে সব বন্ধ রেখে বিশ্রাম নিতে। কিন্তু কাল থেকে আবার ‘শত্রু’র শ্যুটিং শুরু। ”

সুপারস্টার তৈরি হওয়ার গল্পগুলো নাকি এমনই। মিতু সে কথা উল্লেখ করে বলেন, ‘এ রকম কত গল্প আমাদের ইন্ডাস্ট্রির একেকজন সুপারস্টার তৈরি হওয়ার কারণ। কত অজানা কষ্ট মানুষকে বিনোদন দিতে গিয়ে সহ্য করতে হয়। কাছ থেকে দেখি বলে হয়তো গল্পগুলো জানতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। এখানে নিজের কষ্ট বলে কিছুই নেই, জীবনটাই তো অন্যের নামে। নিজের বলে কী আর থাকে?’

কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’র পরে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই জুটি, ছবির নাম ‘শত্রু’।