বাংলাদেশী ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা
- আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৩৬০ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক::
এক মাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদুল ফিতর। গোটা মুসলিম উম্মাহ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে দিনটি। স্বভাবতই ঈদের খুশি ছড়িয়ে পড়েছে চারদিকে। একে অপরের সাথে কুশলাদি বিনিময় করছেন। সারা পুঞ্জিভূত দুঃখ ভুলে সবাই পরিবার-পরিজন নিয়ে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। করোনা ভাইরাসের কারণে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে নেই আনন্দের আমেজ। তবে ঘরে থেকেই নামাজ আদায় এবং ঈদ পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। করোনা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনামূলক কাজে সরব টাইগাররা। এবার সেখানেই সবাইকে নিরাপদে থেকে ঈদ পালন করার আহ্বান ও ঈদের শুভেচ্ছা জানালেন তারা।
যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের সঙ্গে আইসোলেটেড অবস্থায় উদযাপন করছেন ঈদ। সবাইকে আহ্বান জানিয়েছেন ঘরে থেকেই ঈদ উদযাপন করার। সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুকে পেজে ঈদ শুভেচ্ছার এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেটকিপার মুশফিকুর রহিম। সাথে সবাইকে সুরক্ষিত থাকারও আহবান জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মুশফিক লিখেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভালো সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’
এবারের ঈদকে স্পেশাল মানছেন মাশরাফি বিন মর্তুজাও। মাশরাফি বলেছেন, ‘এবারের ঈদ আসলে আমাদের সবার জন্য কঠিন একটি পরিস্থিতি। এই মুহূর্তে সবাইকে অনুরোধ করব, এটা সবার জন্য একটা দারুণ সুযোগ, একসঙ্গে সবাই মিলে ঘরে থেকে ঈদ করার। সুস্থ থাকলে, বেঁচে থাকলে সামনের ঈদ আমরা করতে পারব।’
তিনি আরও যোগ করেন, ‘বাসার মুরুব্বিদের আমরা সাধারণত সময় দেই না ঈদের দিন, এবার তাদেরকে সময় দেওয়া, তাদের ঈদকে স্পেশাল করে তোলার দারুণ একটি সুযোগ এবার। তারা যেন তাদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। বাইরে গেলে, কিছু হলে আমার থেকে পরিবারের সবাই আক্রান্ত হতে পারে। আমি তাই অনুরোধ করব, সবাই ঘরে থাকুন। একসঙ্গে ঈদ করুন।’
ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। নিজের ফেসবুকে পাঞ্জাবী পরিহিত ছবি পোস্ট করে রিয়াদ লেখেন, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। বাসায় থাকুন ও পরিবারের সাথে ঈদ উদযাপন করুন।
করোনায় পরিবারের সাথে আছেন জাতীয় দলের ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বড় ও ছোট ভাইয়ের সঙ্গে একই রঙের পাঞ্জাবি পরে ফেসবুকে পোস্ট করেছেন। সেই পোস্টে সাইফউদ্দিন লেখেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার সকল প্রিয় সমর্থক ও বন্ধুবান্ধবরা নিরাপদে থেকে আনন্দ উৎসব করুক সেই কামনা করছি। আমার বড় ভাই বাম দিকে (ছবিতে) এবং আমার কনিষ্ঠজন ডান দিকে। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তাদের আশীর্বাদ করছেন। আলহামদুলিল্লাহ।’
পরিবারের সাথে আছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনও। রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বিশ্বজুড়ে এক অস্থির সময় চলছে ,একরত্তি ভাইরাসের সাথে সৃষ্টির সেরা মানবের লড়াই ! এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিজেকে ভাল রাখতে হবে , পরিবারকে ভালো রাখতে হবে এবং আমাদের দেশকে ভালো রাখতে হবে। এই বছর ঈদ উৎসবটি এসেছে ভিন্নরূপে করোনার করুন সুরে। তাই এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। তাই আসুন আমরা পরিবারের সাথে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।
টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাশ ঈদ শুভেচ্ছার ছবি পোস্ট করে লেখেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।’