সংবাদ শিরোনাম ::
কবিরহাটে করোনায় আক্রান্ত আরও ২জন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ৩৪৬ বার পড়া হয়েছে
প্রতিবেদকঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নতুন করে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু।
তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে চাপরাশিরহাটের একজন ও ঘোষবাগ ইউনিয়নের একজন রোগী রয়েছেন। আক্রান্তদের বাড়ী লকডাউন ও তাদের সংস্পর্শে আসা বাকীদের নমুনা সংগ্রহ করা হবে। তাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। উপজেলায় মোট আক্রান্ত ৫৬জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন একজন। বাকীরা সবাই হোম আইসোলেশনে আছেন। কবিরহাট উপজেলাবাসীকে বিনা প্রয়োজনে বাড়ী থেকে বের না হতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নিদের্শনা মেনে চলার জন্য অনুরোধ করেছেন তিনি।