মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে গার্ড অব অনার
- আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৬০১৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা করা। এছাড়াও জেলার কবিরহাট, কোম্পনাীগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ী ও বেগমগঞ্জসহ সকল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা করা হয়।
এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সাংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেসক্লাব, বিআরটিসিসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কবিরহাট প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সর্বশেষ উপজেলা প্রশাসনের আয়োজনে কবিরহাটের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নানা শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার সুফল তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যব্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।