ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

গান নিয়ে এলেন প্রবাসী বিজ্ঞানী তারান্নুম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ৩৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

নতুন গান নিয়ে হাজির হলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী ড: তারান্নুম আফরীন। গানের শিরোনাম ‘মনের এক কোণায়’। দ্বৈত এ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী মাহবুব মিনেল। তারান্নুম আফরীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাহবুব মিনেল।

এই গানটির ভিডিও নির্মিত হয়েছে মেলবোর্নে বাংলাদেশী অধ্যুষিত ওয়েস্টার্ন সবার্ব এর সৌন্দর্য তুলে ধরে। মেলবোর্নের কলা কুশলীরা সীমিত পরিসরে অনেক প্রতিকূলতার মাঝে কাজটি করেছেন। শাহান আলমের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটির মডেল অনন্যা চক্রবর্তী এবং সালমান আরিফ।

গানটি সম্পর্কে তারান্নুম বলেন, গানটি পহেলা বৈশাখে প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে পৃথিবীর ক্ষত এতটাই বিষন্ন করে রেখেছিলো যে নিজের লেখা ও সুরে প্রথম গানটি মুক্তি দেবার আনন্দ একটুও ছুঁয়ে যায়নি। এবারের ঈদটাও গেছে অন্যরকম। তারপরও আশা করি পৃথিবীটা আগের মতো ঝলমলে হয়ে উঠুক। সেই প্রত্যাশায় এ গানটি প্রকাশ করেছি এবার।

তিনি আরও বলেন, আমি আমার কণ্ঠ দিয়েছি মেলবোর্নে আমার বাড়ির স্টুডিওতে। এ গানটি উৎসর্গ করছি তাদেরকে যারা সুদূর প্রবাসে বসেও সংস্কৃতিচর্চা করেন নানান প্রতিকূলতার মাঝে। শুধুমাত্র অসম্ভব রকম ভালোবাসা থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গান নিয়ে এলেন প্রবাসী বিজ্ঞানী তারান্নুম

আপডেট সময় : ০৯:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

এনকে বার্তা ডেস্ক::

নতুন গান নিয়ে হাজির হলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী ড: তারান্নুম আফরীন। গানের শিরোনাম ‘মনের এক কোণায়’। দ্বৈত এ গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী মাহবুব মিনেল। তারান্নুম আফরীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাহবুব মিনেল।

এই গানটির ভিডিও নির্মিত হয়েছে মেলবোর্নে বাংলাদেশী অধ্যুষিত ওয়েস্টার্ন সবার্ব এর সৌন্দর্য তুলে ধরে। মেলবোর্নের কলা কুশলীরা সীমিত পরিসরে অনেক প্রতিকূলতার মাঝে কাজটি করেছেন। শাহান আলমের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন অস্ট্রেলিয়ান বাঙালি কমিউনিটির মডেল অনন্যা চক্রবর্তী এবং সালমান আরিফ।

গানটি সম্পর্কে তারান্নুম বলেন, গানটি পহেলা বৈশাখে প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে পৃথিবীর ক্ষত এতটাই বিষন্ন করে রেখেছিলো যে নিজের লেখা ও সুরে প্রথম গানটি মুক্তি দেবার আনন্দ একটুও ছুঁয়ে যায়নি। এবারের ঈদটাও গেছে অন্যরকম। তারপরও আশা করি পৃথিবীটা আগের মতো ঝলমলে হয়ে উঠুক। সেই প্রত্যাশায় এ গানটি প্রকাশ করেছি এবার।

তিনি আরও বলেন, আমি আমার কণ্ঠ দিয়েছি মেলবোর্নে আমার বাড়ির স্টুডিওতে। এ গানটি উৎসর্গ করছি তাদেরকে যারা সুদূর প্রবাসে বসেও সংস্কৃতিচর্চা করেন নানান প্রতিকূলতার মাঝে। শুধুমাত্র অসম্ভব রকম ভালোবাসা থেকে।