লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: পাচারকারী চক্রের হোতা গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ৩৪৫ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট::
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। এ সময়, পাচারকারী এ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের কথা জানিয়েছে র্যাব। র্যাব জানায়, হাজী কামাল ১০ বছর যাবত এ কাজে যুক্ত ছিলেন। তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অবৈধ ভাবে মানব পাচারকারী এ দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এনিয়ে এখন পর্যন্ত পুলিশ ও র্যাবের হাতে দুই মানব পাচারকারী আটক হয়েছে। অপর জনের নাম মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি। তাকে ভৈরব থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
গেলো ২৮ মে রাত নয়টার দিকে লিবিয়ার মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। হত্যার শিকার বাকিরা আফ্রিকান।