চাটখিলে শীতের পোশাক পেল সুবিধা বঞ্চিত শিশুরা
- আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
চাটখিল প্রতিনিধি:
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অল অফ ওয়ান বিডি পরিচালিত চাটখিলের বহুল আলোচিত আলোর দিশারী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে আলোর দিশারী স্কুলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অল অফ ওয়ান বিডির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন। বিশেষ অতিথি ছিলেন, চাটখিল উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরোর ম্যানেজার আনোয়ার হোসেন। অল অফ ওয়ান বিডির সহ-সভাপাতি মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের উজ্জ্বল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নারী বিষয়ক সম্পাদক আফসানা মিলি। লাইব্রেরী বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, ফারহান, বিজয়, উন্নয়ন কর্মী মহিন উদ্দিন, তারেক হোসেন, তামান্না প্রিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কামরুল কানন আলোর দিশারী স্কুলের নেপথ্যে থাকা স্বেচ্ছাসেবীদেরকে উদ্দেশ্য করে বলেন বলেন, আপনারাই আসল আলোর অভিযাত্রী। আপনাদের মাধ্যমেই আলোকিত হবে সমাজ তথা দেশ। তিনি অল অফ ওয়ান বিডির স্বেচ্ছাসেবীদের কাজের ভুয়সী প্রশংসা করেন।