বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’
- আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে
ডেস্কঃ
আম্পানের রেশ কাটতে না কাটতেই এবার ভারতীয় উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ। কাল বুধবার বিকেলে ভারতের মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাট উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এরই মধ্যে উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাইক্লোনের চেহারা নেবে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ। বর্তমানে এটি গোয়ার উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আরব সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে সেই সাইক্লোন নিসর্গ। এটি একটি ক্রান্তিয় সাইক্লোন। ইতিমধ্যে উপকূল এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকার জন্য কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। মহারাষ্ট্র উপকূল ও গোয়ার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা।
আইমএমডির সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ ঘণীভূত হয়েছে, আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। আর ২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে ঘূর্ণিঝড়। সাইক্লোন আছড়ে পড়ার আগে প্রবল বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে।