অসহযোগ আন্দোলন, ভোগান্তিতে মানুষ, সড়কে নেই গণপরিবহন
- আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টোর:
চলমান কোটাবিরোধী আন্দোলনের ১ দফা দাবি ঘোষণার পর আজ রোববার থেকে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। এতে করে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন নেই বললেই চলে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলক্ষেত, বনানী, মহাখালীসহ বিভিন্ন স্থান সরেজমিনে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
খিলক্ষেত বাসট্যান্ডে অর্ধশত মানুষকে গণপরিবহনের জন্য অধীর অপেক্ষায় দেখা যায়। রবিন নামে এক চাকরিজীবীর সঙ্গে কথা হলে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি রাস্তায়। কিন্তু কোনো বাস নেই। যদিও এক-দুইটা আসে সেসময় বাসে ওঠার জন্য হুড়োহুড়ি করে অনেক মানুষ।
মো. আলী নামের এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি বলেন, আজকে আমার একটা অপারেশন। ধানমন্ডিতে হাসপাতালে যাইতে হবে। সঙ্গে আমার স্ত্রী ও সন্তানরা আছে। ওদের নিয়ে বাসে কোনোভাবেই উঠতে পারছি না।
অন্যদিকে, রাজধানীর বনানী ও মহাখালী এলাকা ঘুরে একই চিত্র দেখা যায়। রাস্তায় প্রাইভেটকার, সিএনজি এবং মোটরসাইকেল ছাড়া কোনো গণপরিবহন চোখেই পড়ে না।
বনানীতে মোরশেদ আলী নামে এক ব্যক্তি ডেইলি বাংলাদেশকে বলেন, আমি অসুস্থ মানুষ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কোনো বাসে উঠতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে।
তিনি আরো বলেন, সিএনজিওয়ালারা রোডে বাস না থাকায় ডাবল ভাড়া চাইতাছে। আমার কাছে অল্প টাকা আছে। তাই অন্যভাবেও যাইতে পারতেছি না।
এদিকে, কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী সংহতি জানিয়ে পথে নামছে সাধারণ শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ।