দাপট খাঁটিয়ে জায়গা দখল ! প্রশাসনের সহযোগিতা চাই ভূমিহীনরা
- আপডেট সময় : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিগত স্বৈরাচার সরকারের আমলে নিজেদের আওয়ামীলীগ নেতা দাবি করে ভুমিহীনদের জায়গা ও বাড়িঘর নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠেছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের চর কলমি মৌজায় কিছু অসাধু কর্মকর্তাকে অনৈতিক সুবিধার মাধ্যমে প্রায় ৩/৪শ একরের অধিক জায়গা নিজেদের নামে রেকর্ড করে নিয়ে যায় মিলন আমিন সহ কয়েকজন ব্যাক্তি।
ভুক্তভোগীরা বলেন, আমরা নদী ভাঙ্গা মানুষ, সর্বহারা হয়ে এখানে এসে এই যায়গা গুলো ক্রয় করে বাড়ি ঘর নির্মাণ করে আজ দীর্ঘ অনেক বছর বসবাস করে আসতেছি, এমতাবস্থায় এই দুষ্কৃতকারি ভূমিগ্রাসী লোকগুলো আমাদের জায়গা তাদের নামে ভুয়া কাগজ পত্র রেকর্ড তৈরি করে আমাদেরকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে, বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন, সব সময় তারা অস্ত্র নিয়ে মহড়া দেয়, এতে আমরা আতঙ্কিত হয়ে বসবাস করতে হয়, কখন তারা আমাদের উপর বড় ধরনের কোন অঘটন ঘটিয়ে বসে, এমবস্থায় চর কলমি মৌজার অসহায় ভূমিহীন পরিবারের সদস্যরা জোর দাবি করে জেলা প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে জানান যে দ্রুতই সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে ভূমিগ্রাসী লোকদের হাত থেকে রক্ষা করে বৈধ কাগজ পত্র দিয়ে তাদেরকে নিজেদের ঘরবাড়িতে বসবাস করার প্রয়োজনী ব্যাবস্থা নিতে জেলা প্রশাসনসহ উর্ধতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ভূমিহীন পরিবারের লোক গুলো।
অভিযুক্ত রাফি মুঠোফোনে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উল্টো অভিযোগকারীরা তার চলাচলের পথ বন্ধ করে দিয়ে চাঁদা দাবি করছেন বলে জানান তিনি, চাঁদা দিতে অস্বীকার করায় একটি কুচক্রী মহল এক দ”শ টাকা করে দিয়ে গরিব মানুষদেরকে ভাড়া করে এনে তাকে হ্যাঁও প্রতিপন্ন করার জন্য আজকে এই কাজটি করেন। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে তিনি কোম্পানীগঞ্জ থানা এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে তখন সেনাবাহিনীর নির্দেশে পথের বাঁধা সরিয়ে নেন।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভির ফরহাদ শামীম মুঠোফোনে বলেন, প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ নিজের নামে রেকর্ড করে থাকলে তাকে রেকর্ড সংশোধনীর জন্য দেওয়ানী মামলা করতে হবে। যারা মূল মালিক তারা যদি দখলে থাকে তাহলে তারা ল্যান্ড সার্ভেয়ার ট্রাইবুনাল বা দেওয়ানী আদলাতের মাধ্যমে রেকর্ড সংশোধনের মাধ্যমটাই হচ্ছে সমাধান। প্রয়োজনে ভূক্তভোগীদের আমার কাছে পাঠান, আমি কোম্পানীগঞ্জ স্যাটেলমেন্ট অফিসের মাধ্যমে বিষয়টি ক্ষতিয়ে দেখে সমাধানের চেষ্টা করব।