হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে: নিজাম উদ্দিন ফারুক
- আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
হাসিনা র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে সূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পরকোট ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজাম উদ্দিন ফারুক বলেন, ‘২০০৮ সালে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে হাসিনা ক্ষমতা দখল করে। হাসিনা ক্ষমতায় এসে তা টিকিয়ে রাখার জন্য প্রথমে র-এর প্রত্যক্ষ মদদে ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। তারপর হাসিনা দেশপ্রেমিক জামায়াতকে টার্গেট করে। এরপর একেএকে মোট ১১ জন কেন্দ্রীয় নেতাকে শহীদ করে হাসিনা। দেশের এমন কোনো জেলা উপজেলা নাই, যেখানে আমরা আমাদের নেতাকর্মীদের হারাইনি। হাসিনা মনে করেছিলো, নেতাদের শহীদ করা হলে জামায়াত এদেশ থেকো হারিয়ে যাবে, জামায়ত শেষ হয়ে যাবে। অথচ জামায়াত আগের চেয়ে আরো বেশি সক্ষমতা নিয়ে হাজির হয়েছে। হাসিনা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, জনপ্রশাসন ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে।’
তিনি আরো বলেন, ‘তৈরি করার ক্ষমতা তাদের নেই। যে কারণে তারা দখল করেছে। আমরা স্কুল করেছি, তারা দখল করেছে; কলেজ করেছি, তারা দখল করেছে; বিশ্ববিদ্যালয় করেছি, তারা দখল করেছে; হাসপাতাল করেছি, তারা দখল করেছে; ব্যাংক করেছি, তারা দখল করেছে। ছাত্র জনতা রক্ত দিয়ে দেশকে চাঁদাবাজ দখলদার মুক্ত করেছে। এরপর নতুন চাঁদাবাজ দখলদারের উদ্ভব হয়েছে। এসকল চাঁদাবাজদের রুখে দিতে হবে। আমারা চাঁদাবাজি করবো না, কাউকে করতেও দিবো না; আমরা টেন্ডারবাজী করবো না, কাউকে করতেও দিবো না; আমরা ভূমি দখল করবো না, কাউকে করতেও দিবো না।’
বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, ‘তোমরা টেন্ডারবাজী করছো, তোমরা স্ট্যান্ড দখল করছো আর বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের মন দখল করবে ইনশাআল্লাহ।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী পরকোট ইউনিয়ন সভাপতি মাস্টার কামাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিলখিল পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাছির, জনাব গোলাম কিবরিয়া, ছাত্রশিবির চাটখিল পশ্চিম সাংগঠনিক থানা সভাপতি মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাটখিল উপজেলা সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম, পরকোট ইউনিয়নের বিশিষ্ট ব্যাবসায়ী ও সাবেক ছাত্রনেতা মাওলানা মোরশেদ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরকোট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাছানুজ্জামান জাহেদ প্রমুখ।
চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।