ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পুলিশের অভিযানে জাল ডলার ও টাকা সহ আটক সাবেক ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী কবিরহাটে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে জাল ডলার ও জাল টাকাসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এসময় ১৩ বান্ডেল জাল ডলার ও ১হাজার টাকার ২৫০টি জাল নোট উদ্ধার করা হয়।

 

আটক সাবেক ইউপি সদস্য জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের কবির মেম্বার বাড়ীর মৃত গোলাম মোস্তফার ছেলে কবির উদ্দিন (৫১)।

 

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে আসামীকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোফর্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবগ্রামের আতিক উল্যার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

কবিরহাট থানা পুলিশের দেওয়া প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, মামলার বাদী ফেনীর দাগনভূইঁয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাদী মোঃ ইসমাইল হোসেন রুবেল (৩৫) তার বাবা মোঃ ইছহাক বাচ্চুর সাথে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আব্দুর রবের ছেলে কথিত সাংবাদিক মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) এর সাথে র্দীঘ ০৬ বছর যাবৎ পরিচয় রয়েছে। অভিযুক্ত আতিক উল্যাহ গুপ্তধন পেয়েছে মর্মে তার বাবাকে জানায়। গুপ্তধন পেয়ে বিদেশে বিক্রয় করে কয়েক লক্ষ ইএস ডলার তার কাছে আছে। এই রকম ভাবে ডলার দেওয়ার লোভ দেখিয়ে বাদীর বাবার নিকট হতে বিগত ০৪ বছরে বিভিন্ন তারিখ ও সময়ে অনুমান ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। বাদী ও তার বাবা একাধিকবার টাকা ফেরৎ পাওয়ার জন্য অভিযুক্ত আসামী কথিত সাংবাদিক আতিক উল্যার বাড়ীতে যান। সেখানে প্রায় সময় আসামী কবির উদ্দিনকে দেখা যেত। আতিক উল্যার কার্যকলাপ সন্দেহ হলে অনুমান ২০/২৫ দিন পূর্বে ঘটনার বিষয়ে মাইজদী সদর উপজেলা পরিষদের ভিতর অবস্থানরত আর্মি ক্যাম্পে গিয়ে অবহিত করে। অভিযুক্ত আতিক উল্যাহ গত ২৩ ডিসেম্ব বেলা অনুমান ২ ঘটিকার সময় তাহার ব্যবহৃত মোবাইল: ০১৮৪০-৮৫৬৮৪৭ থেকে বাদীর ব্যবহৃত মোবাইল: ০১৮২৭-৭৮৬২৮৬ নম্বরে ফোন করে জানান যে, তার কাছে ইউএস ডলার রেডি আছে, ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা লাগবে, টাকা সাথে করে নিয়ে এসে পূর্বের পাওনা টাকা সহ ডলারগুলো নিয়ে যান। তার ফোনের কথার উপর ভিত্তি করে বাদী ও তার বাবা ঘটনার দিন ২৩ ডিসেম্বর রাত অনুমানিক ৮টার সময় ঘটনাস্থল নবগ্রামে আতিক উল্যার বসত ঘরে যায়। সেখানে আতিক উল্যা তার ঘরে বসতে দিয়ে বাদীর সাথে থাকা নগদ ৭০হাজার টাকা নিয়ে নেয় এবং তাদেরকে কিছু ইউএস ডলারের বান্ডেল দেখায়। তার মধ্যে ০২টি বান্ডেল বাদীর হাতে দিলে ডলারগুলো দেখে বুঝতে পারে ডলারগুলো জাল। তখন বাদী আতিক উল্যার ঘর হতে বের হয়ে গোপনে রাত অনুমানিক সোয়া ১০টার দিকে আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আসাদকে ফোনে বিস্তারিত বিষয়টি অবহিত করলে রাত সাড়ে ১২টার দিকে সেনা বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে আতিক উল্যার বাড়ী ঘেরাও করে ঘরের ভিতর প্রবেশ করে।

 

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক উল্যাহ পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার ও প্রতিবেশীদের উপস্থিতিতে সেনা বাহিনী ও পুলিশ আতিক উল্যার ঘর তল্লাশী করে ড্রয়িং রুমের ওয়াড্রপের উপরের ড্রয়ারের ভিতর থেকে ব্যাগের মধ্য থাকা ১৩ বান্ডেল জাল ডলার এবং ১হাজার টাকার ২৫০টি জাল নোট উদ্ধার করে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগের আলোকে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে জাল ডলার ও টাকার উদ্ধার করা হয়। এসময় ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসামী কথিত সাংবাদিক আতিক উল্যাহ পালিয়ে যায়। আসামীকে পালাতে সহযোগিতা করায় কবির মেম্বারকে আটক করা হয়। পরবর্তীতে মামলার আলোকে আটক আসামী কবির মেম্বারকে বিকালে আদলতে প্ররণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পুলিশের অভিযানে জাল ডলার ও টাকা সহ আটক সাবেক ইউপি সদস্য

আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী কবিরহাটে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে জাল ডলার ও জাল টাকাসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এসময় ১৩ বান্ডেল জাল ডলার ও ১হাজার টাকার ২৫০টি জাল নোট উদ্ধার করা হয়।

 

আটক সাবেক ইউপি সদস্য জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের কবির মেম্বার বাড়ীর মৃত গোলাম মোস্তফার ছেলে কবির উদ্দিন (৫১)।

 

মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে আসামীকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোফর্দ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নবগ্রামের আতিক উল্যার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

কবিরহাট থানা পুলিশের দেওয়া প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, মামলার বাদী ফেনীর দাগনভূইঁয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাদী মোঃ ইসমাইল হোসেন রুবেল (৩৫) তার বাবা মোঃ ইছহাক বাচ্চুর সাথে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আব্দুর রবের ছেলে কথিত সাংবাদিক মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) এর সাথে র্দীঘ ০৬ বছর যাবৎ পরিচয় রয়েছে। অভিযুক্ত আতিক উল্যাহ গুপ্তধন পেয়েছে মর্মে তার বাবাকে জানায়। গুপ্তধন পেয়ে বিদেশে বিক্রয় করে কয়েক লক্ষ ইএস ডলার তার কাছে আছে। এই রকম ভাবে ডলার দেওয়ার লোভ দেখিয়ে বাদীর বাবার নিকট হতে বিগত ০৪ বছরে বিভিন্ন তারিখ ও সময়ে অনুমান ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। বাদী ও তার বাবা একাধিকবার টাকা ফেরৎ পাওয়ার জন্য অভিযুক্ত আসামী কথিত সাংবাদিক আতিক উল্যার বাড়ীতে যান। সেখানে প্রায় সময় আসামী কবির উদ্দিনকে দেখা যেত। আতিক উল্যার কার্যকলাপ সন্দেহ হলে অনুমান ২০/২৫ দিন পূর্বে ঘটনার বিষয়ে মাইজদী সদর উপজেলা পরিষদের ভিতর অবস্থানরত আর্মি ক্যাম্পে গিয়ে অবহিত করে। অভিযুক্ত আতিক উল্যাহ গত ২৩ ডিসেম্ব বেলা অনুমান ২ ঘটিকার সময় তাহার ব্যবহৃত মোবাইল: ০১৮৪০-৮৫৬৮৪৭ থেকে বাদীর ব্যবহৃত মোবাইল: ০১৮২৭-৭৮৬২৮৬ নম্বরে ফোন করে জানান যে, তার কাছে ইউএস ডলার রেডি আছে, ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা লাগবে, টাকা সাথে করে নিয়ে এসে পূর্বের পাওনা টাকা সহ ডলারগুলো নিয়ে যান। তার ফোনের কথার উপর ভিত্তি করে বাদী ও তার বাবা ঘটনার দিন ২৩ ডিসেম্বর রাত অনুমানিক ৮টার সময় ঘটনাস্থল নবগ্রামে আতিক উল্যার বসত ঘরে যায়। সেখানে আতিক উল্যা তার ঘরে বসতে দিয়ে বাদীর সাথে থাকা নগদ ৭০হাজার টাকা নিয়ে নেয় এবং তাদেরকে কিছু ইউএস ডলারের বান্ডেল দেখায়। তার মধ্যে ০২টি বান্ডেল বাদীর হাতে দিলে ডলারগুলো দেখে বুঝতে পারে ডলারগুলো জাল। তখন বাদী আতিক উল্যার ঘর হতে বের হয়ে গোপনে রাত অনুমানিক সোয়া ১০টার দিকে আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আসাদকে ফোনে বিস্তারিত বিষয়টি অবহিত করলে রাত সাড়ে ১২টার দিকে সেনা বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে আতিক উল্যার বাড়ী ঘেরাও করে ঘরের ভিতর প্রবেশ করে।

 

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক উল্যাহ পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার ও প্রতিবেশীদের উপস্থিতিতে সেনা বাহিনী ও পুলিশ আতিক উল্যার ঘর তল্লাশী করে ড্রয়িং রুমের ওয়াড্রপের উপরের ড্রয়ারের ভিতর থেকে ব্যাগের মধ্য থাকা ১৩ বান্ডেল জাল ডলার এবং ১হাজার টাকার ২৫০টি জাল নোট উদ্ধার করে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর অভিযোগের আলোকে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে জাল ডলার ও টাকার উদ্ধার করা হয়। এসময় ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসামী কথিত সাংবাদিক আতিক উল্যাহ পালিয়ে যায়। আসামীকে পালাতে সহযোগিতা করায় কবির মেম্বারকে আটক করা হয়। পরবর্তীতে মামলার আলোকে আটক আসামী কবির মেম্বারকে বিকালে আদলতে প্ররণ করা হয়।