নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা লকডাউন
- আপডেট সময় : ০৩:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ৩৩৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এ উপজেলাকে ফের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ১৬ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, লকডাউন চলাকালীন এ উপজেলা থেকে কেউ বাহির হতে পারবে না এবং অন্য উপজেলা থেকে প্রবেশও করতে পারবে না। এ উপজেলার সকল ইউনিয়নে সব ধরনের যানবাহন ও দোকান, শপিংমল বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণও নির্মুল) আইন,২০১৮ এবং দন্ডবিধি,১৮৬০ মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।