সংবাদ শিরোনাম ::
এসিল্যান্ড আক্রান্ত, সুবর্ণচর উপজেলা পরিষদ লকডাউন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০ ২৯৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান উপজেলা পরিষদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকালে আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত হওয়ার পর জনস্বার্থে উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।