সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে অস্ত্রও ইয়াবাসহ যুবক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ৬৬৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি::
নোায়াখালী সদর উপজেলায় অস্ত্রও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন (৩৬), উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মোকারম ভূইয়ার ছেলে।
রবিবার (৫ জুলাই) দুপুর ৩টার দিকে আটক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে পূর্ব চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।











