নোয়াখালীতে অর্ধশত পরিবারে খাবার পৌছে দিল একদল তরুণ
- আপডেট সময় : ০৯:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ ৯৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সমস্যায় পড়া চাটখিল উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কামালপুর হাই স্কুলের ২০১৫ সালে মাধ্যমিক পাশ করা একদল শিক্ষার্থী মোহাম্মদপুর ইউনিয়নের ৫ টি গ্রামের অর্ধশত অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের ঘরে রাতের আঁধারে ১০ দিনের খাবার পৌছে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে জষোড়া, শোল্যা, বাবুপুর, বানসা ও রেজ্জাকপুর গ্রামে অতি গোপনে ওই সকল পরিবারে খাবার সামগ্রীর পেকেট পৌছে দেওয়া হয়। প্রতি প্যাকেটে চাল ১০ কেজি, আলু ৫ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পেয়াজ ২ কেজি, রসুন ১ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মরিচের গুড়া, কাপড় কাচার সাবান ৪ টি ও লাক্স সাবান ১টি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
কামালপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইকবাল হোসেন, নাহিদ, রিপা, আমজাদ, রিমন, নাঈম, তুহিন সহ অন্যান্যরা জানান, করোনা ভাইরাসের কারনে এলাকায় চোখের সামনে অনেক লোক কষ্টে দিনাতিপাত করছেন। তাই নিজেদের বিবেকের তাড়নায় জমানো টাকা দিয়ে সাধারন মানুষের পাশে দাড়ানোর চিন্তা থেকে আমরা অর্ধশত দুস্ত পরিবারের মাঝে খাবার পৌছে দিয়েছি। আগামীতে আরও বেশী পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা অব্যহত থাকবে।