সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ৫১৬৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৬মাসের সশ্রম, ১০ দিনের বিনাশ্রম ও ২হাজার টাকা অর্থদন্ডে পলাতক সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে তিনটি পৃথক স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এরা হচ্ছে, সাজাপ্রাপ্ত আসামী উপজেলার চরকাঁকড়া গ্রামের মৃত মুকবুল আহম্মদের ছেলে মাঈন উদ্দিন (৪১), গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত আসামী চরফকিরা গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে কামাল পাশা রিপন (৪০) এবং নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানাপ্রাপ্ত আসামী পশ্চিম চরকাঁকড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবদুর রহিম সাদ্দাম (৩১)।
রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।