হাতিয়ায় কোষ্টগার্ডের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ২২৯৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম থেকে ৭০ পিচ ইয়াবাসহ রিয়াজ (১৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
স্থানীয় সূত্রে জানাযায়, মো: রিয়াজ চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার গ্রামের আবদুল কাইয়ুম এর ছেলে। সে তার নিজ এলাকায় দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানায় স্থানীয় লোকজন।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের বিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় চরঈশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার গ্রামে প্রায় কয়েক ঘন্টা অভিযান চালিয়ে গভীর রাতে ইয়াবা ব্যবসায়ী রিয়াজকে ইয়াবাসহ তার নিজ বাড়ী থেকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে দীর্ঘ কয়েক বছর ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে সে।
পরে তাকে শুক্রবার সকালে হাতিয়া থানায় ৭০ পিচ ইয়াবাসহ হস্তান্তর করা হয়।