জমির মালিকানা দাবী করায় বসত ঘরে হামলা আহত-৪
- আপডেট সময় : ১১:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ৫০০৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুরে বাদশা আলম (৭০) ছাপ কবলামুলে জমির মালিক দাবী করায় হামলার স্বীকার হওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, আলী আকবরের পুত্র বাদশা আলম ১১৩ নং হরিনারায়নপুর মৌজায় ২৯ দাগে ১৯৮১ ও ১৯৯৬ সালে জনৈক ব্যক্তি হতে জায়গা কিনে ঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করছে। একই বাড়ির নুর নবীর পুত্র মিজান (৩৫), জামাল (৪৫), ইদ্রিস (৫০), উচ্ছেদের চেষ্টায় লিপ্ত থাকিয়া উভয়ের যোগসাজসে বাদশা আলমের নিকট ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বসত ঘরে হামলা করে দরজা-জানালা ও আসবাব পত্র ভাংচুর , স্মার্টফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনতায় সহ আনুমানিক ২ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। বাদশা আলমের মেয়ে লিজা আক্তার প্রতিকার চেয়ে গত ১১ ফেব্রæয়ারী নোয়াখালী ১নং আমলী আদালতে ৮৯নং পিটিশান মামলা দায়ের করেন।
অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাবাকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকলে, বাদশা আলম এতে বাধা দেয় । এসময় মিজান, ইদ্রিস ও জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযুক্ত ৯ জন বাদশা আলমের উপর হামলা করলে, তার ডান চোখের উপরে মারাক্তক রক্তাক্ত জখম হয়। বাদশা আলমকে বাঁচাতেগিয়ে তার ছেলে মহসিন সহ হিমেল, শুভ, ফাতেমা, তাছলিমা জখম প্রাপ্ত হয়। শোর-চিৎকারে আসে-পাশের লোকজন হামলাকারীদের হাত থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিচার চেয়ে বাদশা আলমের মেয়ে, লিজা আক্তার বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর নোয়াখালী ১নং আমলী আদালতে ৪২২ পূনরায় পিটিশান মামলা দায়ের করেন।