কবিরহাটে ইয়াবা সহ ২ মাদক কারবারী আটক
- আপডেট সময় : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ৬২৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাটে ইয়াবা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ। আটকৃতরা হলো জেলার সদর উপজেলাধীন অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নুরপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে মো. মিঠু (২০) ও একই ইউনিয়নের অলিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম রবিন (২৩)।
পুলিশ জানান, গোপন সংবাদে ইয়াবা ক্রয়, বিক্রয়ের তথ্যের বিত্তিতে মঙ্গলবার (১০ নবেম্বর) বিকালে উপজেলার পাতাইল্যাপুল নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে আটককৃতদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আদলতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।