কোস্ট গার্ডের অভিযানে হাতিয়ায় ৩০মণ জাটকা জব্দ

- আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ৫১৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মেঘনা নদীর ভাসানচর সংলগ্ন গাংগুরিয়ার চরে অভিযান চালিয়ে এই জাটকা ইলিশ জব্দ করা হয়।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বডুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।