সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ৭৪২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হরিবন্ধু (৩৯) উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষনার গো বাড়ীর জহরলাল মিস্ত্রির ছেলে। সে দুই সন্তানের জনক ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, একই দিন দুপুরে পারিবারিক কলহের জের ধরে ওই যুবক বসত ঘরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।