সংবাদ শিরোনাম ::
পোকা মারার পটাশ খেয়ে সোনাইমুড়িতে যুবকের মুত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ৫৪০৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মো.রিফাত (২৪) উপজেলার বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের সালামত উল্লাহ জমাদ্দার বাড়ির আব্দুল মালেকের ছেলে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১১টার দিকে রিফাত প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে পোকা মারার পটাশ জাতীয় ঔষধ খেয়ে মারা যায়। রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।