সংবাদ শিরোনাম ::
চাটখিলে ডোবায় মিলল অপরিপক্ক নবজাতকের মরদেহ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ৩৩৮৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় চাটখিল পৌরসভার দামালিয়া আবাসিক এলাকা সংলগ্ন একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই অপরিপক্ক নবজাতকের ডিএনএ সংগ্রহ করে রাখা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৎস্য চাষী আমির হোসেন তার মাছের খামারে কাজ করতে গিয়ে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।