সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ৪০ হাজার টাকা অর্থদন্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ৪৩৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা কর্মকর্তা মো.ইমরান হোসেন উপজেলার ওছখালী বাজারের সজীব ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানের মালিক মো. মামুনের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগ উঠে। অভিযোগের আলোকে তার ফার্মেসীতে অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফার্মেসী মালিক মো. মামুন শিশুদের মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রি করে। বিক্রি করা ইনজেকশনের মেয়াদ ২০ সালের অক্টোবরের মাসে শেষ হয়েছিল। পরে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় চল্লিশ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং বিক্রি করা ঔষধ জব্দ করা হয়।