২২’শ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ৩৫৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রাশেদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাতিয়া বাজারের ছাগলহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাশেদ দক্ষিণ জোড়খালী গ্রামের ফখর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান মিয়ার নেতৃত্বে হাতিয়া বাজারের ছাগলাহাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিক্রি করতে আনা ২২পিস ইয়াবাসহ মাদক কারবারি রাশেদকে আটক করা হয়।
হাতিয়া মাঈনুদ্দিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় রাশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে। মঙ্গলবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।