নোয়াখালীতে বেতন মওকুফ ও পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৩০৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন ফি মওকুফ, ছাত্রমেস ভাড়ার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ, অবিলম্বে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন-সমাবেশ সমাবেশ হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় ছাত্র ফ্রন্টের উদ্যোগে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
অন্যান্য দাবীগুলো হচ্ছে, সরকারি উদ্যোগে সকল শ্রমজীবি-নিন্মবিত্তদের জন্য তিন মাসের খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা এবং উপজেলায় উপজেলায় করোনা চিকিৎসার ব্যবস্থা করা।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সাল ও কর্মী সদস্য মহিদুল ইসলাম দাওউদসহ অনেকে।
বক্তারা বলেন, করোনার লগডাউন একটি হাস্যকর ঘোষণা। মানুষের খাওয়া, থাকা, চিকিৎসার নিশ্চয়তা না দিয়ে সরকারের এ ঘোষণা সত্যিই দু:খজন। বক্তারা তাদের দেওয়া পাঁচ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান। পরে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একই দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।