ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ৪৫৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিনিধি, (হিলি) দিনাজপুর:

 

হিলি ও পার্শবর্তী সীমান্তে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমানের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে।

রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট ২০ ব্যাটালিয়ান এর অধীনে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, ১৪ ফেরুয়ারি ভোরে হিলি, মংলা, বাসুদেবপুর, খাংগর হাটখোলা, ভাইগর, এলাকায় অভিযান চালিয়ে ২০,৭৩,৬৪০ টাকা মুল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত নছের আলীর ছেলে মোঃ নুর মোহাম্মদকে শরীরে ৫০ বোতল ফেন্সিডিল ফিটিং অবস্থায় আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট-২,৭৯২ পিস, বিয়ার-০১ বোতল, শাড়ী-৪৯ পিস, মোটর সাইকেল (পুরাতন)-০১টি, খাবার ও কসমেটিক আইটেম-০৫ প্রকার, ফেন্সিডিল-৬৪ বোতল, আতশ বাজী-৫৬০ প্যাকেট, ০২ প্যাকেট মদ। আটকৃকত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য (বিশ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত চল্লিশ) ২০,৭৩,৬৪০ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জয়পুরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক-১

আপডেট সময় : ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

প্রতিনিধি, (হিলি) দিনাজপুর:

 

হিলি ও পার্শবর্তী সীমান্তে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমানের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে।

রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট ২০ ব্যাটালিয়ান এর অধীনে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, ১৪ ফেরুয়ারি ভোরে হিলি, মংলা, বাসুদেবপুর, খাংগর হাটখোলা, ভাইগর, এলাকায় অভিযান চালিয়ে ২০,৭৩,৬৪০ টাকা মুল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত নছের আলীর ছেলে মোঃ নুর মোহাম্মদকে শরীরে ৫০ বোতল ফেন্সিডিল ফিটিং অবস্থায় আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট-২,৭৯২ পিস, বিয়ার-০১ বোতল, শাড়ী-৪৯ পিস, মোটর সাইকেল (পুরাতন)-০১টি, খাবার ও কসমেটিক আইটেম-০৫ প্রকার, ফেন্সিডিল-৬৪ বোতল, আতশ বাজী-৫৬০ প্যাকেট, ০২ প্যাকেট মদ। আটকৃকত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য (বিশ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত চল্লিশ) ২০,৭৩,৬৪০ টাকা।