বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের উপ-পরিচালক হলেন নোয়াখালী সদরের সাবেক UNO আরিফুল ইসলাম
- আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ৩৭৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদারকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
গত রোববার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এই বদলির প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধি শাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
ওই প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদারকে (সিনিয়র সহকারী সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের উপ-পরিচালক পদে নিয়োগের নিমিত্ত তার চাকুরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরিফুল ইসলাম সরদার এরআগে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে তার বদলির সংবাদে কুমিল্লা জেলা এবং নোয়াখালী সদর উপজেলাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্নভাবে অভিনন্দন জানান তাকে।