সংবাদ শিরোনাম ::
সেনবাগে ব্যাংক কর্মকতা করোনায় আক্রান্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৩১৯ বার পড়া হয়েছে
প্রতিবেদকঃ
নোয়াখালীর সেনবাগে এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ী সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে। তিনি বেগমগঞ্জের চৌমুহনীর পূর্বালী ব্যাংক গোলাবাড়িয়া শাখায় কর্মরত রয়েছেন।
জানা গেছে, গত ১০ মে অসুস্থ হয়ে ফেনীতে ডা. আইয়ুব আলীর চেম্বার চিকিৎসা নেন তিনি। সেখান থেকে ফেনীতে করোনার পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করেন। এরপর শনিবার (১৬ মে) রাতে ফেনীতে তার করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ী লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বাড়ীটি বাঁশ দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেনবাগে মোট আক্রান্ত হয়েছে ২জন। এর মধ্যে আলী আক্কাস নামে একজন মারা গেছেন।