সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে প্রবাসীর আর্থিক অনুদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৩৬২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মঙ্গলবার নোয়াখালী পৌরসভার মাইজদী বাজার, পশ্চিম মাইজদী এলাকায় বিএনপির দলীয় কর্মী, সমর্থক ও অসহায় সাধারণ মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নোয়াখালী শহর যুবদলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ মো. শাহজাহানের নির্দেশনায় এবং শ্রমিক দলের আরব আমিরাতের কার্যকরী কমিটির সভাপতি শহিদ উল্যাহ রাব্বি সুমনের সহায়তায় বিভিন্ন সময়ে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, নিপেড়িত, পঙ্গু, ত্যাগী নেতা-কর্মী ও সমর্থকসহ ২ শতাধিক পরিবারের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ স্বপন, ছাত্রদল নেতা রনি সারওয়ার, জিয়াউর রহমান রায়হান প্রমূখ সার্বিক তদারকি করেন।