ক্রিকইনফোর ২০২১ সালের বর্ষসেরার পুরস্কার পেলেন যারা

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

ক্রিকইনফোর ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং, টি-টোয়েন্টি বোলিংয়ে মনোনীতদের মধ্যে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় এদের কারোরই নাম নেই। ইংল্যান্ড থেকে তিনজন পেয়েছেন এবারের পুরস্কার।
বর্ষসেরা ব্যাটিং পারফর‌ম্যান্স পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। বোলিং বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সাকিব ও মিরাজ। কিন্তু তারা কেউই পুরস্কার জিততে পারেননি। ২০২১ সালের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার পেলেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ।

সাকিব ছাড়াও ক্রিকইনফোর এবারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের আরও দুজন। তারা হলেন জস বাটলার ও অলি রবিনসন। বাটলার পুরস্কার পেয়েছেন টি-টোয়েন্টি ব্যাটিং বিভাগে। আর রবিনসন পুরস্কার লুফে নিয়েছেন অভিষিক্ত হিসেবে। বাটলার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬৭ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন। রবিনসন পেয়েছেন অভিষিক্ত বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত এই পেসার গত বছর ৮ ম্যাচে ২১.১৬ গড়ে নিয়েছেন ৩৭ উইকেট।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন হয়েছেন বর্ষসেরা অধিনায়ক। এ ছাড়াও ভারতের রিশাভ পন্ত টেস্টের সেরা ব্যাটারের পুরস্কার, নিউজিল্যান্ডের কাইল জেমিসন সেরা টেস্ট বোলারের পুরস্কার, ফখর জামান সেরা ওয়ানডে ব্যাটারের পুরস্কার, পাকিস্তানের শাহিন আফ্রিদি সেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার জিতেছেন।
রিশাভ পন্ত গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দেশকে জিতিয়েছিলেন। কাইল জেমিসন ভারতের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ফখর জামান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এক ম্যাচেই করেছিলেন ১৯৩ রান। শাহিন আফ্রিদি ভারতের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৩ উইকেট। ওই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারায় পাকিস্তান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০